ছবি: সংগৃহীত
ঢাকা: শরীয়াহ ভিত্তিক বিবাহ সেবা প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার কথিত তৃতীয় স্ত্রী তামান্না হাতুন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার বিকেলে নিজের নামে একটি অ্যাকাউন্ট থেকে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।
সম্প্রতি ধর্মীয় বক্তা ত্বহা মোহাম্মদ আদনানের পরকীয়ার অভিযোগ ঘিরে আলোচনা চলাকালেই কাসেমীর বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসে।
তামান্না হাতুন তার পোস্টে লিখেছেন, “আমি মুফতি মামুনুর রশিদ কাসেমীর তৃতীয় স্ত্রী। এক বছর আগে মৌখিকভাবে ১০ হাজার টাকা কাবিনে বিয়ে হয়। কিন্তু বিয়ের আড়ালে নারীদের ব্যবহার করে তাদের সংসার নষ্ট করার এক নোংরা চক্র চালায় এই ব্যুরো।”
তিনি আরও দাবি করেন, ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র মাধ্যমে নারীদের এক মাস বা দুই মাসের জন্য ‘কন্ট্রাক্ট বিয়ে’ করিয়ে দেওয়া হয়। পরে পুরুষরা তাদের পরিত্যাগ করলে কোনো প্রশ্ন করলে বলা হয়- “বউ বেশি তর্ক করে, তাই ছেড়ে দিয়েছি।”
তামান্না অভিযোগ করেন, তার সঙ্গে ঝামেলা হওয়ার পর মুফতি মামুনুর রশিদ তাকে মুখে তালাক দেন, কিন্তু পরেও অবৈধভাবে সম্পর্ক বজায় রাখেন। “আমার গর্ভে সন্তান আসার পর তিনি বলেন, এই সন্তান অবৈধ, ফেলে দিতে হবে। এরপর জোর করে আমাকে ওষুধ খাওয়ানো হয়,”— লিখেছেন তামান্না।
তার দাবি, সন্তান নষ্ট হওয়ার তিন দিন পরই কাসেমী কুষ্টিয়ায় ১৩ বছরের এক মেয়েকে বিয়ে করেন। বিষয়টি এখনও প্রকাশ করেননি।
তিনি বলেন, “আমি এই আইডি থেকে আগে ওদের পক্ষে পজিটিভ পোস্ট দিতাম। কিন্তু এখন বুঝেছি, আমি সবচেয়ে নিকৃষ্ট এক প্রতারণার সঙ্গে যুক্ত ছিলাম।”
তামান্না জানিয়েছেন, ১৪ অক্টোবর তিনি মুফতি মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এর আগে ধর্মীয় বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধেও দ্বিতীয় স্ত্রীর পরকীয়া ও নির্যাতনের অভিযোগে তোলপাড় হয়।
এসএইচ







































