• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা


সোনালী ডেস্ক ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:১৯ পিএম
আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, ‘আল্লাহর খেলা’: শেখ হাসিনা

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই দেশে ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এক অডিও বার্তায় এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, তার মৃত্যুদণ্ডের রায়ের দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তি সামনে আসে এবং এরপরই দেশে পরপর ভূমিকম্প ঘটে। তিনি বলেন, এটা আল্লাহরই একটি খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেললো। এরপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তা আবার দুইদিনের ব্যবধানে।

তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। তিনি বলেন, যদি তিনি ক্ষমতায় থাকতেন, তাহলে সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হতো, কিন্তু বর্তমান ব্যবস্থায় সবই ব্যর্থ।

উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টিও সমালোচনা করেছেন। হাইকোর্ট গত ৩০ জুলাই রুল জারি করে চুক্তির বৈধতা ও প্রক্রিয়ার আইনগত দিক জানতে চেয়েছিল। ৪ ডিসেম্বর সেই রুলের শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি স্থগিতের পক্ষে মত দেন, তবে জুনিয়র বিচারপতি রিট খারিজ করেন।

এ বছর ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। মূল উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং ১০ জন প্রাণ হারান। এছাড়া ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর দেশে আরও মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!