• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সিএমএইচে নেওয়া হলো মাগুরার সেই শিশুকে


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৮, ২০২৫, ০৫:৩৮ পিএম
সিএমএইচে নেওয়া হলো মাগুরার সেই শিশুকে

ঢাকা: মাগুরার নির্যাতিত সেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ নেওয়া হচ্ছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পিআইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার পর ঢামেকের চিকিৎসক ডা. অমিত বলেন, শিশুটিকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শিশুটিকে উন্নততর চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে এ চিকিৎসক বলেন, শিশুটির যৌনাঙ্গে আঘাত রয়েছে। তবে গলায় আঘাত বেশি। তার চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির সব দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

এদিকে শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। শনিবার (০৮ মার্চ) সদর থানায় মামলাটি দায়ের করেছেন শিশুটির মা। মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)। এরা চারজনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিরা পুলিশ হেফাজতে ছিলেন। এখন ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

আইএ

Wordbridge School
Link copied!