• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামী ঈদে ছুটি থাকছে যতদিন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ০১:০৫ পিএম
আগামী ঈদে ছুটি থাকছে যতদিন

ফাইল ছবি

ঢাকা: সরকার ইতিমধ্যে ২০২৬ সালেরর সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটি থাকছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের তখন জানিয়েছিলেন, আগামী বছর (২০২৬) সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। এরমধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। 

দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছর ঈদুল ফিতরের দিন এবং আগে পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি থাকবে। এ ছাড়া ঈদুল আজহার দিন, ঈদের আগে দুদিন এবং পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে। 

অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।

পিএস

Wordbridge School
Link copied!