• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে রাতভর ৩টি বাস ও প্রাইভেটকারে আগুন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৫, ০৫:৫৯ এএম
রাজধানীতে রাতভর ৩টি বাস ও প্রাইভেটকারে আগুন

রাজধানীতে মধ্যরাতে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী, রায়েরবাগ, উত্তরা ও বসুন্ধরা গেট এলাকায় এসব আগুনের ঘটনা ঘটে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে রাত ১২টা ৫৪ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুনের সংবাদ আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

তৃতীয় ঘটনায় রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোডসংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

সর্বশেষ ভোর ৪টার দিকে উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এম

Wordbridge School
Link copied!