• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই: নাছিম


ভোলা প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২২, ০৯:৪১ পিএম
আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম

ভোলা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই। কেউ দুর্নীতি করে আওয়ামী লীগে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ভোলা বাংলাস্কুল মাঠে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ  শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে বলে যারা এখন মাতম করছে তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। কারণ দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রবৃদ্ধির হায়  শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে কয়েকগুণ বেশি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। পাকিস্তানের মত দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে আসতে চায় না। নির্বাচনে আসতে ভয় পায়। তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায়। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমুখ।

বর্ধিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!