• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঢাকা-১৭ আসনে ভোট দিতে পারবেন না হিরো আলম


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৩, ১১:১০ এএম
ঢাকা-১৭ আসনে ভোট দিতে পারবেন না হিরো আলম

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শুধু হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

হিরো আলম ঢাকা-১৭ আসনের ভোটার নন, তিনি বগুড়ার ভোটার। নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোন আসন থেকে নির্বাচন করার সুযোগ আছে। তবে যেখানে ভোটার, সেই আসন ছাড়া ভোট দেওয়ার সুযোগ নেই প্রার্থীর।

এদিকে, এই আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নানা কারণে দেশবাসীর মনোযোগ কেড়েছে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। এই আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!