• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

‘২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল’ করতে বলল আওয়ামী লীগ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৪, ১১:৫২ এএম
‘২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল’ করতে বলল আওয়ামী লীগ

ঢাকা: বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন, এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহু দিনের। অভিযোগ ছিল, হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, ‌‘মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে!’

ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয়, ‌“এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।”

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া সেই পোস্ট

হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। যেখানে বলা হয়, যে দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার, সেখানে ২৬ লাখ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে! প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে। রেমিট্যান্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে-কলমে বাংলাদেশ নাম থাকলেও এত দিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বলেন, বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এ দেশে উচ্চ বেতনে চাকরি করে। একটা রাষ্ট্রকাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে! 

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি।

এম

Wordbridge School
Link copied!