• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে হবে না অটোমেটিক্যালি চলে যেতে পারবেন: রুমিন ফারহানা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৫, ১০:৫১ এএম
উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে হবে না অটোমেটিক্যালি চলে যেতে পারবেন: রুমিন ফারহানা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) সংক্রান্ত বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি দাবি করেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই দ্বৈত নাগরিকত্বধারী হওয়ায় তাদের জন্য ‘সেফ এক্সিট’ খুব একটা কঠিন হবে না।

রুমিন বলেন, উপদেষ্টারা অনেকেই এখন সেফ এক্সিট খুঁজছেন। তবে আমার মনে হয়, তাদের খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টাই ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। ফলে তারা দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন।

দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ গভীর রাজনৈতিক অনিশ্চয়তায় পড়ে যাবে।

তিনি আরও বলেন, এই অনিশ্চয়তা শুধু রাজনৈতিক নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির এই নেত্রী। তিনি দাবি করেন, সরকার ব্যর্থ হচ্ছে, আর সেই সুযোগে আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

রুমিন বলেন, আমরা দেখছি আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ঘন ঘন হচ্ছে। ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কে তাদের উপস্থিতি লক্ষণীয়। সুতরাং যারা ভাবছেন আওয়ামী লীগ ঘরে বসে আছে—তাদের চিন্তাটা ভুল।

Wordbridge School
Link copied!