• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিআর বুঝেন না ফখরুল, গণভোট-পিআর ছাড়া নির্বাচনের দাবি


ঠাকুরগাঁও প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
পিআর বুঝেন না ফখরুল, গণভোট-পিআর ছাড়া নির্বাচনের দাবি

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচাতে হলে সবাইকে একসঙ্গে চলতে হবে, বিভাজন সৃষ্টি করে লাভ নেই। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এসব দাবি তুলে অনেকে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, পিআর নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। অন্য বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, নির্বাচন দিয়েই দেশের অস্থিরতা কাটাতে হবে। বিএনপি হিংসার রাজনীতি বা ধর্মীয় বিভাজন চায় না। সবাই মিলে শান্তিতে থাকতে চায় দলটি।

বিএনপি মহাসচিবের দাবি, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, প্রতিহিংসা নয়-শান্তিই দলের লক্ষ্য।

তিনি বলেন, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়েছে। সবাই মিলে চললে সেই ক্ষতি পূরণ করা সম্ভব। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।

মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি নতুন চাকরি সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

এসএইচ

Wordbridge School
Link copied!