• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রার্থী চূড়ান্তে মনোনয়ন প্রত্যাশীদের কড়া বার্তা বিএনপির


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৫, ০৪:১০ পিএম
প্রার্থী চূড়ান্তে মনোনয়ন প্রত্যাশীদের কড়া বার্তা বিএনপির

ফাইল ছবি

দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রতিটি আসনেই এখন একাধিক যোগ্য প্রার্থী। কোথাও পাঁচ–ছয়জন, কোথাও আবার ১০–১২ জন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। এতে স্থানীয় নেতা–কর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে বিভাজন তৈরি হওয়ায় আসনওয়ারি প্রার্থী চূড়ান্তে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বিএনপি।

রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দল যাঁকেই মনোনয়ন দিক, তাঁর পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই আমাদের লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিএনপির বাকি পাঁচ সাংগঠনিক বিভাগ—ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন তারেক রহমান।

দলের সূত্র জানায়, একাধিক জরিপ ও মতামত যাচাইয়ের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও ত্যাগ–তিতিক্ষার বিবরণ সংগ্রহ করেছে দলীয় টিম।

গুলশান কার্যালয়ের নিচতলায় বসানো বড় এলইডি মনিটরের মাধ্যমে সরাসরি অংশ নেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীরা। কার্যালয়ের বাইরে ও আশপাশের সড়কে অবস্থান নিয়েছিলেন শতাধিক সমর্থক। কেউ কেউ অপেক্ষা করছিলেন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে।

বৈঠক শেষে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘দল যাকেই মনোনয়ন দিক, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হব-এটাই নির্দেশনা।’

বৈঠকে অংশ নেওয়া প্রার্থীরা জানিয়েছেন, তারেক রহমান দলীয় শৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়েছেন। স্থানীয় পর্যায়ে বিভেদ এড়িয়ে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, “রাঙামাটি থেকে এসেছি। দল যাঁকেই নমিনেশন দিক, তাঁর পেছনেই ঐক্যবদ্ধ লড়ব—এই বার্তা আমরা পেয়েছি।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “চট্টগ্রাম–১৩ আসনে আমাদের সাতজন প্রার্থী রয়েছেন। কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হয়েছে—সবাইকে একটাই মার্কায়, ধানের শীষে কাজ করতে হবে।”

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ‘এই মাসের মধ্যেই প্রায় ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে।’

তিনি বলেন, “আলোচনা ও সমঝোতার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হবে। কেউ যদি দলের সিদ্ধান্ত অমান্য করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দলের শীর্ষ সূত্র জানায়, প্রতিটি আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে আন্দোলন–সংগ্রামে ত্যাগী, নির্যাতিত ও স্থানীয়ভাবে জনপ্রিয় নেতাদেরই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান।
জামায়াতে ইসলামী ইতিমধ্যে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও বিএনপি ধীরে, কিন্তু সতর্কতার সঙ্গে এগোচ্ছে। লক্ষ্য—“যোগ্যতম ও জয়ের সম্ভাবনাময় প্রার্থীকে মনোনয়ন।”

বিএনপি নেতৃত্বের আশা, সব বিভাজন মুছে ঐক্যের বার্তা বাস্তবায়ন হলে নির্বাচনী মাঠে ধানের শীষ আবারও ফিরে পাবে শক্ত জনভিত্তি।

এসএইচ
 

Wordbridge School
Link copied!