• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ১১:০৯ পিএম
সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক রহমান

নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের প্রতিবাদে টানা অনশনরত আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান অবশেষে অনশন কর্মসূচি স্থগিত করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসেই রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি অনশন ভাঙেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাহ উদ্দিন আহমেদ তারেক রহমানকে জুস খাইয়ে অনশন ভাঙান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

অনশন ভাঙানোর সময় সালাহ উদ্দিন আহমেদ তারেক রহমানকে বলেন, আগামীকালই আপিল আবেদন করবে। কমিশন প্রক্রিয়া মেনে কিছু সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।

এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও অনশন ভাঙার আহ্বান জানান। তিনি বলেন, আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, একটি নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, আর দলটি কিছু জায়গায় আপত্তি জানিয়েছে—এটি স্বাভাবিক। তারা চাইলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারে। কমিশন সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করবে কিনা, সেটি পরবর্তী সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত পর্যালোচনায় তিনটি নতুন রাজনৈতিক দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি—কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তালিকা থেকে বাদ পড়ে যায় তারেক রহমানের নেতৃত্বাধীন আম জনতার দল।

এম

Wordbridge School
Link copied!