• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হয়ে যাবে: মীর স্নিগ্ধ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৫, ১১:২০ এএম
শেখ হাসিনাকে হাজার বার ফাঁসি দিলেও কম হয়ে যাবে: মীর স্নিগ্ধ

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা তুলে ধরেন।

তিনি দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী ঘটনায় নিহতদের পরিবার এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে। তার ভাষায়, ৫ আগস্টের ঘটনার পর থেকেই তারা মনে করেন দায়ীদের বিচার শুরু হয়েছে, এখন প্রয়োজন আইনি রায়ের আনুষ্ঠানিক ঘোষণার।

জুলাই-আগস্ট আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সোমবার সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়।

এই মামলার অন্য দুই আসামি—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল—পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।

১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও।

এম

Wordbridge School
Link copied!