ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রাজধানীর বিজয়নগর এলাকায় হামলার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ওসমান হাদি দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলাম, পিলখানা ও শাহবাগের সহিংস ঘটনা এবং ২০২৪ সালের গণহত্যার বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন সময় প্রকাশ্যে দাবি করে আসছিলেন, ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত গোপন সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেটে তিনি রয়েছেন। শুক্রবারের হামলাকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন তার অনুসারী ও রাজনৈতিক সহযাত্রীরা।
গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে অন্তত ৫০ জন প্রার্থীকে টার্গেট করা হয়েছে। তার ভাষায়, এই তালিকার প্রথম শিকার হয়েছেন ওসমান হাদি।
রাশেদ খান আরও বলেন, ওসমান হাদির অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন এবং শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তিনি দেশবাসীর কাছে আহত নেতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোপন অডিও বার্তা ছড়িয়ে পড়েছে, যেখানে ১১ ডিসেম্বরের পর সারাদেশে ‘টার্গেট কিলিং’ পরিচালনার পরিকল্পনার কথা বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অডিও বার্তাটিতে আওয়ামী লীগ ও ভারতের যৌথ উদ্যোগের কথা উল্লেখ রয়েছে এবং একটি রহস্যময় কোড নাম ডট-চীফ এর কথাও শোনা যায়।
ডিজিটাল প্ল্যাটফর্ম ফেস দা পিপলের হাতে পৌঁছানো ওই অডিও বার্তায় দাবি করা হয়েছে, অতীতে যেভাবে স্নাইপার ব্যবহার করে গুপ্তহত্যা চালানো হয়েছিল, সেভাবেই নতুন করে দেশজুড়ে বিরোধী পক্ষকে লক্ষ্য করে হামলা চালানো হবে। তবে ফেস দা পিপল জানিয়েছে, অডিওটির শতভাগ সত্যতা তারা নিশ্চিত করতে পারেনি।
ওসমান হাদির ওপর হামলা এবং পরবর্তী এসব অভিযোগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানালেও এখনো আনুষ্ঠানিকভাবে কারও সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি।
এসএইচ







































