• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০

মিরপুরে মেস থেকে ১৬ ককটেল উদ্ধার


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৪, ০৬:৪৫ পিএম
মিরপুরে মেস থেকে ১৬ ককটেল উদ্ধার

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি ফ্ল্যাটে মিলল ১৬টি ককটেল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করেনি পুলিশ।

বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কল্যাণপুরের মিজান টাওয়ারের পঞ্চম তলায় একটি মেসে কালো পলিথিনে ককটেল সদৃশ বস্তু দেখা যায়। বস্তুটি একটি কার্টনে মোড়ানো ছিল। পরে মিরপুর থানা পুলিশ সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটকে কল দেয়। সিটিটিসি এসে ১৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।

এঘটনায় কাউকে আটক করা হয়নি। ককটেলগুলো নিষ্ক্রিয় করতে মিরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইএ

Wordbridge School
Link copied!