• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হজের নিবন্ধন ফি দেওয়া যাবে ৩৩ ব্যাংকে


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১৬, ২০২৫, ০৭:০২ পিএম
হজের নিবন্ধন ফি দেওয়া যাবে ৩৩ ব্যাংকে

ঢাকা : আসন্ন হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য ৩৩টি ব্যাংককে অনুমতি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি জমা নেওয়ার কাজ করবে এসব ব্যাংক।

গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. রফিকুল ইসলাম।

অনুমতি পাওয়া ব্যাংকের তালিকায় রয়েছে: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে হজযাত্রীরা নির্ধারিত সময়সীমার মধ্যে ফি জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। নিবন্ধন ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে সরকার প্রতিবছর নির্ধারিত কিছু ব্যাংককে দায়িত্ব দিয়ে থাকে।

পিএস

Wordbridge School
Link copied!