• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভূমিকম্পের কারণ ও আমাদের শিক্ষা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২১, ২০২৫, ০২:১৮ পিএম
ভূমিকম্পের কারণ ও আমাদের শিক্ষা

ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকা সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী এলাকায়, এবং ঢাকায় কম্পনের মাত্রা ছিল ৫.৭।

ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা:

​১. আল্লাহর পরীক্ষা 
* ​কুরআনে: "আমি ভয়, ক্ষুধা ও ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো।" — সূরা বাকারা 

​২. গোনাহ ও অন্যায়ের সতর্কবার্তা
* ​হাদিসে: "যখন কোনো সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, আল্লাহ তাদের উপর ভূমিকম্প পাঠান।" — তিরমিজি, হাদিস

​৩. কিয়ামতের স্মরণ
* ​কুরআনে: "নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটি ভয়াবহ ব্যাপার।" — সূরা হজ্জ 

আমাদের জন্য শিক্ষা ও করণীয়:
* ​আল্লাহর শক্তি ও কুদরত উপলব্ধি করা। ("যখন পৃথিবী তার কম্পনে কাঁপবে।" — সূরা যিলজাল )

* ​নিজেকে সংশোধন করা, তাওবা ও ইস্তিগফার করা। (হযরত উমর রা. বলেছিলেন: "এই কম্পন তোমাদের কাজের কারণেই; নিজেদেরকে সংশোধন করো।")
* ​পরকালের প্রস্তুতি নেওয়া (জীবন ক্ষণস্থায়ী)।

বিপদ থেকে রক্ষার দোয়া (সহীহ):
​اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ سَخَطِكَ وَغَضَبِكَ
​অর্থ: "হে আল্লাহ! আমি তোমার অসন্তোষ ও তোমার ক্রোধ থেকে আশ্রয় চাই।"

​আল্লাহ আমাদের হেফাজত করুন এবং ক্ষমা করুন। আমীন।

পিএস

Wordbridge School
Link copied!