• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রথমবারের মতো ঘরের মাঠে হারল রোনালদোর জুভেন্তাস


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৩, ২০২০, ০৯:৪৮ এএম
প্রথমবারের মতো ঘরের মাঠে হারল রোনালদোর জুভেন্তাস

ঢাকা: এক যুগের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে ফিওরেন্তিনার বিপক্ষে হেরে গেছে জুভেন্তাস। সেরি আয় মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে দলটি। লিগে ২০০৮ সালের পর এই প্রথম প্রতিযোগিতার সফলতম দলটির বিপক্ষে জিতল তারা। ৭২ মিনিট একজন কম নিয়ে খেলা দলটির চলতি আসরে এটাই প্রথম হার।

তৃতীয় মিনিটে এগিয়ে যায় ফিওরেন্তিনা। ফ্রাঙ্ক রিবেরির বাড়ানো থ্রু বলে দুসান ভ্লাহোভিচের প্রথম স্পর্শটা ছিল দুর্দান্ত। ওই টোকায় মাটাইস ডি লিখট ও লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। জুভেন্তাসের দুই ডিফেন্ডার আর তার নাগাল পায়নি। আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে সার্বিয়ান ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছিল জুভেন্তাস। এরই মধ্যে খায় বড় ধাক্কা। অহেতুক বিপজ্জনক ট্যাকল করে অষ্টাদশ মিনিটে লাল কার্ড দেখেন হুয়ান কুয়াদরাদো।

নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, খুঁজেই পাওয়া যায়নি আলভারো মোরাতাকে। ফিওরেন্তিনার আক্রমণের ঝাপটা সামলে ৬ মিনিটের মধ্যে তিনটি সুযোগ পায়  জুভেন্তাস, তিনবারই দলকে হতাশ করেন রোনালদো।

৭৬তম মিনিটে আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে দলটি। ৮১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন মার্তিন কাসেরেস।

১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে জুভেন্তাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্তিনা।

১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে সান সিরোর আরেক দল ইন্টার মিলান। আপিলে জিতে আবার জুভেন্তাসের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া নাপোলি ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!