• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমিরের চোখে যে দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলবে


ক্রীড়া ডেস্ক জুলাই ৫, ২০২৩, ০৩:১২ পিএম
আমিরের চোখে যে দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলবে

ঢাকা : আর ৯৩ দিনের অপেক্ষা, এর পরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে  আইসিসি। এখন অপেক্ষা শুধু খেলা মাঠে গড়ানোর। আসন্ন বিশ্বকাপকে ঘিরে অনেকেই করছেন ভবিষ্যদ্বাণী। যে তালিকায় আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

সোমবার (৩ জুলাই) ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা ও কারা খেলতে পারে ভারত বিশ্বকাপের সেমিফাইনালে। আমিরের মতো ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড খেলবে সেমিফাইনাল। আর  তাদের সঙ্গী হবে পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া।

এই বিষয়ে আমিরের ভাষ্য, ‘নিঃসন্দেহে ভারত সেমিফাইনাল খেলবে। এই কন্ডিশন তাদের জন্য বেশ সহায়ক। আমি মনে করি ইংল্যান্ডও ফেভারিট থাকবে। নিউজিল্যান্ডকে আমরা সেভাবে হিসেব না করলেও তারা সবসময়ই সেরা চারে থাকে। সর্বশেষ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান থেকে যে কোনো এক দল জায়গা পাবে শেষ চারে।’

আমির আরও যোগ করেন, ‘যখনই বড় কোনো আসর আসে পাকিস্তান ধীরগতিতে শুরু করে। ইংল্যান্ডের তুলনায় বর্তমানে পাকিস্তানের অবস্থা সুবিধাজনক। আমাদের এমন ব্যাটিং লাইনআপ রয়েছে যারা ৩০০-৩৫০ রান তাড়া করার সামর্থ্য রাখে। কিন্তু আমাদের বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, আর সেজন্যই আমি বলেছি পাকিস্তানেরও সুযোগ রয়েছে।’

আগামী অক্টোবরে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। নিয়ম অনুযায়ী, লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা চার দলকে নিয়ে হবে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল। ভেন্যুর তালিকায় আছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!