• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাসকিনকে ঘিরে দুঃসংবাদ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২১, ২০২৩, ০৩:৫৬ পিএম
তাসকিনকে ঘিরে দুঃসংবাদ

ঢাকা: বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তবে এ ম্যাচের আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে। এ ম্যাচে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। মূলত আফগানদের বিপক্ষে ম্যাচে কাঁধের পুরনো চোট ফিরে এসেছিল তার। 

এ কারণে ওই ম্যাচে ৬ ওভারের বেশি বল ঘুরানো হয়নি তাসকিনের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করেন তিনি। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না তিনি।

জানা গেছে, এখনও চোট সারেনি তাসকিনের। পুনেতেই তার কাঁধের এমআরআই করানো হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি।

সূত্র বলছে, প্রোটিয়াদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই তাসকিনের। তবে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের জাত চেনাতে পারেননি তাসকিন। তিন ম্যাচে ১২৬ রান খরচায় তার শিকার মাত্র ২ উইকেট।

এআর

Wordbridge School
Link copied!