• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে দামে অনলাইন-অফলাইনে মিলছে বিপিএলের টিকিট


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২৯, ২০২৪, ০২:৫৯ পিএম
যে দামে অনলাইন-অফলাইনে মিলছে বিপিএলের টিকিট

ঢাকা: অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংক শাখা থেকে টিকিট সংগ্রহ করার সুযোগ থাকছে। রোববার থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য রোববার (২৯ ডিসেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিসিবি জানিয়েছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। 

গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। বোলিং ও ব্যাটিংয়ের প্রান্ত স্টেডিয়ামের সাউথ ও নর্থ অংশে। এ দুটি অংশের গ্যালারিগুলোতে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দামের টিকিট পাওয়া যাবে।

দর্শকরা অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারবেন এই লিংকে ভিজিট করে। এদিকে বিপিএল শুরুর মাত্র একদিন আগে পর্যন্ত টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পর্কে বিসিবির পক্ষ থেকে সঠিক কোনো তথ্য না দেয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

সকালে মিরপুর স্টেডিয়ামের সামনে অনেক ভক্ত বিক্ষোভ করেন এবং বিসিবির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেন। সমর্থকদের চাপে অবশেষে শেষ মুহূর্তে টিকিট বিক্রির প্রক্রিয়া ঘোষণা করতে বাধ্য হয় বিসিবি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএল’র ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী।

সরাসরি টিকিট বিক্রি করা হবে যেখানে:

মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে শারীরিক টিকিট সংগ্রহ করা যাবে। শাখাগুলো হলো:  

1. মিরপুর শাখা (মিরপুর ১১)  
2. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)  
3. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
4. গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি)
5. ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭)
6. কামরাঙ্গীরচর শাখা
7. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)।

এআর

Wordbridge School
Link copied!