• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:৩৮ পিএম
কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

ঢাকা : চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে দুবাইতে ২০ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিক পাকিস্তানসহ অনেক দলই টুর্নামেন্টে নিজেদের জার্সি উন্মোচন করেছে।

বাংলাদেশ দল কবে জার্সি উন্মোচন করবে সেই প্রতীক্ষায় ছিলেন সমর্থকরা। আজ সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করা হয়েছে।

জার্সিতে আধিপত্য পেয়েছে লাল-সবুজ। জার্সির নিচের দিকে সোনালী রংয়ে আছে বাঘের ছাপ। জার্সি উন্মোচনের ভিডিওতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহসহ আরও অনেকে ছিলেন।

এমটিআই

Wordbridge School
Link copied!