• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সম্প্রচার স্বত্ব কেনেনি কেউ, জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৮, ২০২৫, ০৩:৪৩ পিএম
সম্প্রচার স্বত্ব কেনেনি কেউ, জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

ঢাকা: রোববার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি কোনো টেলিভিশন মাধ্যম। লোকসানের শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয় তারা।

আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে আসন্ন দুই টেস্টের সিরিজটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই সম্প্রচার বিসিবি নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ফিড ব্যবহার করে করা হবে।

আজ শুক্রবার বিটিভি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

বিসিবি গত ১৯ মার্চ একটি খোলা দরপত্র আহ্বান করেছিল। যেখানে মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। কিন্তু ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি।

সম্প্রচারস্বত্ব কেনার জন্য কেউ এগিয়ে না আসায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। যাতে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে ম্যাচ উপভোগ করতে পারেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো টি স্পোর্টস এবং জি টিভি-তে সম্প্রচারিত হয়ে আসছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে এবার সেটি হচ্ছে না।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এআর

Wordbridge School
Link copied!