ঢাকা: পাকিস্তানের ভূখণ্ডের বেশ কয়েকটি স্থাপনায় হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তাতে ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাকিস্তান।
পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। নিয়ন্ত্রণ রেখায় ১০ ভারতীয় নিহত হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও ড্রোন ধংস করা হয়েছে।
ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে ক্রিকেটবিশ্বও চিন্তিত। ভারতের মতো পাকিস্তানেও এখন চলছে পাকিসটা সুপার লিগের (পিএসএল) খেলা। দেশটির এই ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন দেশের নামকরা অনেক খেলোয়াড়ই অংশ নিয়েছেন। বাংলাদেশের দুই তারকা বোলার নাহিদ রানা ও রিশাদ খানও পিএসএল খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন।
পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে। রিশাদের দল লাহোর কালান্দার্স। দুজনের দলেরই আরও বেশ কয়েকটি ম্যাচ বাকি আছে। এমন অবস্থায় এই দুই টাইগার ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে।
পিএসএলের মাঝপথেই নাহিদ ও রিশাদকে কি তবে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে-কী ভাবছে বিসিবি?
নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
বিসিবির পক্ষ এখনও এই দুই টাইগার ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতি খারাপ হলে তদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিসিবি।
লিগ পর্বে নাহিদের দলের ম্যাচ বাকি এখনও ২টি। অন্যদিকে রিশাদের দলের ম্যাচ বাকি ১টি। তবে তাদের দল প্লে-অফে উঠতে পারলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। সে ক্ষেত্রে এই দুই ক্রিকেটারকে আরও বেশ কিছুদিন পাকিস্তানে থাকতে হতে পারে। তবে পরিস্থিতি খারাপ হলে ভিন্ন চিন্তাই করবে বিসিবি।
এআর







































