• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আছে বুঝে আগ্রহী হয়েছি: আসিফ আকবর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২৫, ১০:৫৩ এএম
পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আছে বুঝে আগ্রহী হয়েছি: আসিফ আকবর

সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া আসিফ আকবরের শিকড় কিন্তু ক্রিকেট মাঠেই। এক সময় খেলোয়াড় ছিলেন, হয়েছিলেন সংগঠকও। তবে সংগীতে পুরোদমে জড়িয়ে পড়ায় খেলার মাঠে আর নিয়মিত থাকা হয়নি। এবার সেই ক্রিকেটেই ফিরলেন নতুন ভূমিকায়—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে।

এক সাক্ষাৎকারে আসিফ আকবর জানান, আমার প্রথম কাজ হবে পরিত্যক্ত মাঠগুলোর ব্যবহার নিশ্চিত করা। সে বিষয়ে প্রস্তাবনা তৈরি করব। তাছাড়া টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট উন্নয়নে ঘরোয়া পর্যায়ে নিয়মিত লিগ চালু করতে হবে।

আসিফ মনে করেন, দেশের ক্রিকেট কাঠামোতে অসংখ্য সমস্যা রয়েছে। মাঠ ব্যবহারে সীমাবদ্ধতা, নিয়মিত ঘরোয়া লিগ না হওয়া, খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছতা ও পরিকল্পনার অভাব—এসবই মূল অন্তরায়।

তার মতে, বিপিএল ছাড়া টি-টোয়েন্টি লিগ হয় না। টেস্ট ক্রিকেটের ঘরোয়া প্রস্তুতি নেই বললেই চলে। তাই জাতীয় দল টেস্ট আর টি-টোয়েন্টিতে ভালো করতে পারে না, এটা খুব স্বাভাবিক। আমরা ওয়ানডেতেই আটকে আছি।

আসিফ আকবর বলেন, আমি কাউন্সিলর হতে চাইনি। কিন্তু কুমিল্লার সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ এবং জেলা প্রশাসকসহ সবাই চেয়েছেন আমি যেন যুক্ত হই। তাদের অনুরোধেই বিসিবির কাউন্সিলর হিসেবে কাজ শুরু করি। পরে কমিটির পক্ষ থেকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার কাজের ধরন শুরু থেকেই আমার পছন্দ হয়নি। তাই ওখানে যুক্ত হইনি। কিন্তু বিসিবিতে দায়িত্ব পাওয়ার পর দেখলাম কাজের সুযোগ আছে, পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আছে—তখনই আগ্রহ তৈরি হয়।

Wordbridge School
Link copied!