• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুরগি ডিম না পাড়ায় পুলিশে অভিযোগ


নিউজ ডেস্ক: এপ্রিল ২৪, ২০২১, ০৩:১৬ পিএম
মুরগি ডিম না পাড়ায় পুলিশে অভিযোগ

ঢাকা: চুরি, খুন বা জখম নয়, মুরগি ডিম পাড়ছে না। তাই মেজাজ হারিয়ে পুলিশের দারস্থ হয়েছেন এক খামারি। করেছেন অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের পুনে শহরে।

ওই খামারির অভিযোগ, তিনি একটি বিশেষ প্রতিষ্ঠানের তৈরি খাবার খাওয়ানোর পর তার খামারের মুরগিগুলো ডিম পাড়া বন্ধ করে দেয়।

ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের কাছে গিয়ে সেই খামারের মালিক লিখিত অভিযোগ করেছেন। শুধু তিনি একা নন, তার পাশাপাশি আরও চার খামারি তার সঙ্গে একই অভিযোগ করেন।

পরে অবশ্য সেই খাবার তৈরি করা প্রতিষ্ঠান খামারিকে ক্ষতিপূরণ দিতে চাইলে পুলিশ আর এফআইআর লেখাননি।

পুনের লোনি কালভর থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক রাজেন্দ্র মোকশী জানান, একটি অভিযোগ নিয়ে মুরগির খামারের মালিক থানায় যান। একটি প্রতিষ্ঠানের তৈরি খাবার খাওয়ানোর পর তার খামারের মুরগি ডিম দেয়া বন্ধ করে দেয়, এমন অভিযোগে এফআইআর করতে চান। তবে শেষ পর্যন্ত আর করতে হয়নি।

আগে ওই খামারিরা খাবার কিনতেন পুনের একটি কোম্পানির। সম্প্রতি এসব খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা কম দামে তারা খাবার কেনেন পার্শ্ববর্তী আহমেদাবাদ শহরভিত্তিক একটি পোলট্রি ফিড কোম্পানির কাছ থেকে।

মোকশী বলেন, ‘তিনি লিখিত অভিযোগ করেন সেই কোম্পানির খাবার খাওয়ানোর পর তার মুরগিগুলো ডিম দেয়া বন্ধ করে দেয়।’

অনেক সময় কিছু খাবার মুরগিদের পছন্দ না-ও হতে পারে, এ জন্য ডিম দেয়ায় ব্যাঘাত ঘটতে পারে বলে মন্তব্যও করেন মোকশী।

মোকশী বলেন, ‘আমরা অভিযুক্ত পোলট্রি খাবার তৈরির প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেছি। তারা একই ধরনের আরও কয়েকটি অভিযোগ পেয়েছেন। ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষতিপূরণ দেয়ার কথাও জানিয়েছেন তারা।’

খাবারে কোনো ত্রুটি আছে কি না, সেটাও তদন্ত করে দেখার কথা বলেছে সেই প্রতিষ্ঠান।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!