ঢাকা: পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ব্যস্ত বাজারে এক ব্যক্তিকে ক্ষীর বিক্রি করতে দেখে আপনার মনে হবে, ‘দেখে যেন মনে হয় চিনি ওনাকে! কারণ তাঁর চেহারার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক মিল রয়েছে। আর এই মিলের কারণে প্রচুর মানুষের মনযোগ পাচ্ছেন তিনি। বেচাবিক্রিও হচ্ছে প্রচুর।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আচমকা ট্রাম্পকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। বিস্ময়ের সঙ্গে কাছে গিয়ে দেখছেন, মানুষটা ট্রাম্পের মতো দেখতে হলেও প্রকৃত ট্রাম্প নন।
পাঞ্জাবের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘বাজারে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো, ট্রাম্প এখানে ক্ষীর বিক্রি করছেন। পরে জানলাম, ট্রাম্পের মতো দেখতে ব্যক্তিটির নাম সালিম বাগ্গা। তিনি গান গেয়ে ক্ষীর বিক্রি করছেন।’
বাগ্গার বয়স ৫৩। প্রায় প্রতিদিনই দেখা যায়, তিনি একটি রঙিন কাঠের ঠেলা গাড়ি নিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছেন। শীত থেকে বাঁচতে শরীরে জড়িয়ে নিয়েছেন একটি কালো জ্যাকেট। প্রচুর মানুষ তার কাছে দুধের ক্ষীর কিনতে আসেন। তিনি হাসি মুখে সবার হাতে ক্ষীর তুলে দিচ্ছেন। ক্রেতাদের অনুরোধে সেলফিও তুলছেন মাঝে মাঝে।
বাগ্গার মাথার চুলও ট্রাম্পের মতো সোনালী রঙের। এই বিশেষ বৈশিষ্ট তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে তিনি গলা ছেড়ে গাইতে থাকেন পাঞ্জাবি গান—‘এখন তুমি আমার কাছে চলে এসো প্রিয়তমা, দেরি করো না, আমার চোখ অপেক্ষা করতে করতে ক্লান্ত।’
স্থানীয় বাসিন্দা ইমরান আশরাফ বাগ্গার সঙ্গে সেলফি তোলেন। তিনি বলেন, ‘তার ক্ষীর সত্যিই মজাদার...আমরা তার সঙ্গে কথা বলি, সেলফি তুলি এবং আমাদের বন্ধুদের বলি যে আমরা ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।’
প্রচুর মানুষ বাগ্গাকে নিয়ে মাতামাতি করলেও তিনি থাকেন নির্লিপ্ত। সালিম বাগ্গা বলেন, ‘আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো, সে কারণেই লোকজন আমার সঙ্গে সেলফি তোলে...আমার খুব ভালো লাগে।’
এরপর তিনি মজাচ্ছলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি নির্বাচন জিতেছেন, এখন এখানে এসে আমার ক্ষীর খান, আপনি সত্যিই উপভোগ করবেন।
ইউআর