• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা শহীদ মিনার থেকে বলছি


মো. গোলাম মোস্তফা (দুঃখু) ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৬:৫৫ পিএম
আমরা শহীদ মিনার থেকে বলছি

চুপ চুপ এখন রাত বারোটা,
বাঁজবে আওয়াজ শুনবে স্লোগান
আমার বাংলা আমরা তোমায় ভালোবাসি।

কি গো শহীদ মিনার কিছু বলো,
৩৬৪ দিন রাখে তোমায় পায়ের তলায়
একদিন রাখে বুকে।

এরি জন্য কী জীবন দিয়েছিল
তোমার ঘরে থাকা,
লাল সবুজের সন্তানেরা।
আমি রাতের লাশ, দিনের আলো
লাল সবুজের দেশে।

আমার ভাষা আমার নাই
শুনতে যখন পাই।
কষ্ট হয় রাগ হয়,
নিজের দেশের সাথে।

তোমরা শুনতে পাচ্ছো!
আমরা শহীদ মিনার থেকে বলছি
একদিন নয় প্রতিদিন বলো,
বাংলা আমার ভাষা।
এরি মাঝে পেয়েছি নিজের নাম,
রক্ত দিয়ে লেখা।

আমরা ভালো নেই আজ!
তোমাদের এমন আচরণ দেখে,
যেখানে সেখানে অপমান করো
আমায় একা পেয়ে।

আমরা শহীদ মিনার থেকে বলছি,
বন্ধ করো ইংরেজি ভাষা
লাল সবুজের দেশে।

ভাষার মাসে নয়,
১২ মাস রাখো লাল সবুজের বুকে।
ভালো থাকবে শহীদ মিনার,
তোমাদের হাসি দেখে ।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!