• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমি নারী ‘মানুষ’ কলা গাছ নয়


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জানুয়ারি ১০, ২০১৯, ১২:৫২ পিএম
আমি নারী ‘মানুষ’ কলা গাছ নয়

আমি নারী ‘মানুষ’ কলা গাছ নয় !
তোমরা কেন এমন ভাবো,
নারী তোমাদের দাসী হয়।
মা বলে ডাকো যাকে,
সবার আগে সে মানুষ ।

তার পর সে নারী,
কলা গাছ নয়!
লালসা যখন জানোয়ারের চোখে,
নারী তখন ভয়ে থাকে।

বাঁচার জন্য লড়াই করে,
সমাজ নিয়মের সাথে।
এবার থামুন-না হয়,
নারী হবে ভয়ংকর।

বাঁচতে দাও-পৃথিবীর বুকে।
নিশ্বাস নিতে দাও–জীবন ভূবনে,
বাবার মার হাসি হয়ে।

ধর্ষণ হলে জেল নয়!
মৃত্যুদন্ডের দাবি জানাই,
নারী সমাজের হয়ে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!