• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইভিএম হলো ইলেকট্রনিক ভোট ফ্রড


চাঁদপুর প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২০, ০৪:২৮ পিএম
ইভিএম হলো ইলেকট্রনিক ভোট ফ্রড

চাঁদপুর : গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নতুন সংজ্ঞা দিয়ে গিয়ে বলেছেন, ‘ইভিএম হলো আসলে ইলেকট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণফোরামের কর্মীসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ইভিএম কোনো সৎ উদ্দেশ্যে করা হয়নি। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। ভোট নিয়ে মানুষের মনে বিন্দুমাত্র আপত্তি বা সন্দেহ থাকলে সেটি কাগজে চেক করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে চেক করার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে- এখন এটি আপনাদের মেনে নিতে হবে। এটি গণতন্ত্র হতে পারে না।

বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর মাত্র চার দেশে ইভিএম চালু আছে। দুনিয়ার মাত্র চারটি দেশে ইভিএম আছে। ৩১ দেশ এটির অনুশীলন করেছে, তারা এটি নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে যে মানুষের আসল গণতন্ত্র এটিতে ধ্বংস হতে পারে। সেই সঙ্গে ইভিএম যে মানুষের ভোট বিকৃত করার সুযোগ তা তারা বুঝেছে।

এসময় চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!