• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রবাসীর স্ত্রী-তিন সন্তানকে হত্যার ‘মূলহোতা’ গ্রেপ্তার


গাজীপুর প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২০, ০৯:০৯ এএম
প্রবাসীর স্ত্রী-তিন সন্তানকে হত্যার ‘মূলহোতা’ গ্রেপ্তার

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারের আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনার ‘মূলহোতাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক হাফিজুর রহমান।

গ্রেপ্তার হওয়া পারভেজ (২০) আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

পারভেজ ছাড়াও ওই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন।

পরিদর্শক হাফিজুর রহমান বলেন, শনিবার রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই।

এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতো রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!