• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কোচের কন্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৭, ২০১৮, ০৯:৪৫ পিএম
বাংলাদেশ কোচের কন্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ কোচ স্টিভ রোডস মনে করেন, ঢাকা টেস্টে ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০১ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের কাছে দেশের মাটিতে সিরিজ হার এড়াতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের।  

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাজেভাবে হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল। সেখান থেকে প্রেরণা খুঁজছেন রোডস। তিনি মনে করেন, এবারও সেরকম কিছুই করে দেখাবেন তার শীষ্যরা।

রোডস বলেন, ‘এই ছেলেরা ব্যাপারগুলো ঠিক করতে দৃঢ় প্রতিজ্ঞ আর বাংলাদেশের ড্রেসিং রুমের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। ওরা আমাকে বিস্মিত করে চলেছে। ওরা সব সময়ই ঘুরে দাঁড়াচ্ছে।  ওরা পরের টেস্টে লড়বে। ওরা ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা ঢাকা টেস্টে জয়ের জন্য খেলব।’

১৪৩ ও ১৬৯ রানে দুই ইনিংসে অলআউট হয়ে সিলেট টেস্ট ১৫১ রানে হারে বাংলাদেশ। দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে ১৭ বছর পর কোনো টেস্ট হারের জন্য পরিকল্পনায় কোনো ভুল দেখেন না প্রধান কোচ, ‘প্রথম টেস্টে আমাদের একমাত্র যে ভুল হয়েছে সেটা হলো, প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং। আমরা টস হেরেছিলাম আর উইকেটে যখন প্রায় কিছুই হচ্ছিল না তখনও ওদের ২৮২ রানে থামাতে পেরেছিলাম। এরপর আমাদের সাড়ে তিনশ থেকে চারশ রান দরকার ছিল। আর সেই রান করতে না পারলে সব সময়ই শেষ ইনিংস খুব কঠিন।’

এরপর রোডস যোগ করেন, ‘আমরা ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সুযোগ হাতছাড়া করেছিলাম। আমি পরিকল্পনায় কোনো খুঁত দেখি না। আমাদের কৌশলেও কোনো ভুল দেখি না। আমরা স্রেফ আমাদের প্রথম ইনিংসে তালগোল পাকিয়েছি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!