• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির চোখে সিরিজ হারের দু’টি কারণ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৩:৪৩ পিএম
মাশরাফির চোখে সিরিজ হারের দু’টি কারণ

ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড এমনিতেই খুব খারাপ। সেই ২০০১ সাল থেকে শুরু করে প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে লাল সবুজের জার্সিধারীদের। এবারও তার ব্যাতিক্রম ঘটছে না। তিন ম্যাচ সিরিজে টানা দুই ওয়ানডে হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে টাইগাররা। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের কাছে ৮ উইকেটে হেরেছে সফরকারি দল। সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচ শেষে হতাশা ঝড়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কন্ঠে।  

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে নিজেদের হারের জন্য দু’টি কারণ উল্লেখ করেছেন নড়াইল এক্সপ্রেস। এক ব্যাটসম্যানদের ব্যর্থতা, দুই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারা। মাশরাফি বলেন, ‘অন্তত এক সপ্তাহ এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার প্রয়োজন ছিল আমাদের।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, এটি একটি কঠিন দিন। আমরা শুরুতে দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের জুটিগুলো ছিলো ৩০ রানের, ৬০ রানে হতে পারতো এবং এতে ম্যাচ অন্যরকম হতে পারতো। আমাদের শীর্ষ ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। মিথুন ভালো স্কোর করেছে, মোস্তাফিজুর আজ ভাল বল করেছে। দল হিসেবে আমরা ২২০-২৩০ রান করেছি কিন্তু ২৭০-২৮০ রান করতে পারলে আমরা লড়াই করতে পারতাম।’

মাশরাফি হতাশ হলেও, সিরিজ জিতে খুশী নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। তিনি বলেন, ‘খুবই ভালো পারফরমেন্স করেছে দল। ছেলেরা যার যা দায়িত্ব পালন করেছে। আমরা নিয়মিত প্রতিপক্ষের উইকেট শিকার করতে পেরেছি। দু’ওয়ানডেতেই আমরা ভালো করেছি, বিশেষভাবে গাপটিল। টানা দু’টি সেঞ্চুরি করলো সে। এতে সিরিজ জয় আগেভাগেই নিশ্চিত করতে পেরেছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!