• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুশফিক-মাহমুদউল্লাদের অভিনন্দন পেলেন এমপি মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৯, ০৯:৩০ পিএম
মুশফিক-মাহমুদউল্লাদের অভিনন্দন পেলেন এমপি মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজনীতির ময়দান ছেড়ে আপাতত খেলার মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। বুধবার (২ জানুয়ারি) দুপুরে মিরপুর বিসিবি একাডেমিতে ফিরেই নিজের ফিটনেস ঠিক করতে জিমে নেমে পড়েছেন ম্যাশ। আর সেখানেই সতীর্থদের অভিনন্দন পেলেন এমপি মাশরাফি।  

এদিন বেলা ১টার পরে নিজের প্রিয় মোটরবাইকে চেপে  অনেক দিন পর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পা রাখেন মাশরাফি। এ সময় নেট বোলার-বিসিবি কর্মচারিদের সেলফির আবদার পুর্ণ করেন। একাডেমি মাঠে ঢু মেরে চলে যান জিমে। সেখানে ঢুকতেই ছুটে আসেনসতীর্থ ক্রিকেটাররা। আল আমিন-নাসির-তাসকিনরা ‘মাশরাফি ভাই আমাদের এমপি’ বলে বুকে জড়িয়ে ধরলেন।

খবর পেয়ে ছুটে চলে এলেন মোহাম্মদ আশরাফুল, অভিনন্দন জানালেন প্রিয় মাশরাফিকে। মাশরাফিও নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলে ফেরা আশরাফুলের অনুশীলনের খবর নিলেন। একে একে সাকিব-তামিম-মুশফিকের ভালোবাসায় সিক্ত হলেন ‘নড়াইল এক্সপ্রেস’। এরপর নিজের ফিটনেস নিয়ে কিছুক্ষণ কাজ করলেন।  

জিম সেরে স্টেডিয়াম ত্যাগ করার মুহুর্তে দেখা মাহমুদউল্লাহর সঙ্গে। মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার কাছে নির্বাচনের গল্প শুনছিলেন খুলনা টাইটানসের অধিনায়ক। সেখানেও সেলফি শিকারীদের জালাতন। অবশেষে মোটরসাইকেলে চড়ে দ্রুত বাসায় চলে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যাওয়ার আগে শুধু বলে গেলেন, ‘আগামী কয়েক মাস আমি শুধু ক্রিকেট নিয়ে থাকবো। ক্রিকেটের বাইরে কিছু ভাবতে চাই না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!