• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাল কার্ড দেখানোর মত ফাউল করেছেন ড. কামাল হোসেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০১৮, ০৩:৫৫ পিএম
লাল কার্ড দেখানোর মত ফাউল করেছেন ড. কামাল হোসেন

ঢাকা : লাল কার্ড দেখানোর মত ফাউল করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৬ ডিসেম্বর)  দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাউলকারি জিনেদিন জিদান ও মাতারাজ্জির মতো ফাউল করছে জাতীয় ঐক্য ফ্রন্ট ।

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারন সম্পাদক জা‌হাঙ্গীর ক‌বির নানক অভিযোগ করে বলেছেন, 'একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের নির্বাচনে কালো টাকার প্রভাব সন্ত্রাস নাশকতা ও সহিংস রূপ ততই উন্মোচিত হচ্ছে।  এছাড়াও নীতি ও সততার মুখোশ ছেড়ে বেরিয়ে আসছে তাদের বীভৎস চেহারা বলে এসব অভিযোগ করেন তিনি।'

সংবাদ সম্মেলনে তি‌নি ব‌লেন, 'গতকাল রাজধানীর মতিঝিল এলাকা থেকে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ছবি সম্বলিত বিএনপি প্রার্থীর পোস্টার তার সঙ্গে ঢাকার একটি আসনে সব ভোটারের নাম ঠিকানা সম্বলিত একটি তালিকা সহ হাওয়া ভবনের কর্মকর্তা ও এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।'

' র‌্যাব এর জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এর আগেও দেশের বিভিন্নস্থানে বিএনপি জামাত ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষে প্রায় দেড়শ কোটি টাকা পাঠানো হয়েছে যেসব অর্থ দুর্নীতিবাজ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান এর মাধ্যমে দুবাই থেকে বাংলাদেশে এসেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।'

তি‌নি আরও ব‌লেন, 'যার পেছনে রয়েছে দেশবিরোধী গভীর ষড়যন্ত্র নির্বাচন বিরোধী চক্রান্ত এবং পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অপতৎপরতা নির্বাচন প্রভাবিত প্রশ্নবিদ্ধ এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেই এই টাকা পাঠানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

ঐক্যফ্রন্ট গতকাল নির্বাচন কমিশনে গিয়ে যে অনভিপ্রেত ও আচরণ করেছেন তা কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলের কাছে দেশবাসীর প্রত্যাশা করে না মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, 'আপনারা দেখেছেন নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকে বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে তফসিল ঘোষণার পূর্ব থেকেই তারা খেলাতে মাঠে না নেমে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় রেফারি বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করতে শুরু করেছিল।  তফসিল ঘোষণার পর একের পর এক ফাউল করে যাচ্ছে কিন্তু রেফারি কিছু বলতে গেলে তারা অত্যন্ত নির্লজ্জভাবে নিরপেক্ষতা প্রশ্ন তুলছেন।'

'আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 'একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল দলকে গণতান্ত্রিক আইনসিদ্ধ আচরণ করতে হবে। বিএনপি জামায়াত, ঐক্যফ্রন্ট নির্বাচনকে বিতর্কিত করতে একদিকে উস্কানিমূলক বক্তব্য ও ব্যাপক মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে অবৈধ টাকা ব্যবহার করে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে। নিজেদের দলীয় কোন্দল থেকে সৃষ্ট সংঘর্ষের ঘটনাকে পুঁজি করে উল্টো আওয়ামী লীগ কে দোষারোপ করছে এবং সরকার প্রশাসন ও দেশপ্রেমিক' সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।''

আওয়ামী লী‌গের এই নেতা ব‌লেন, 'বিএনপির সিনিয়র নেতাদের ফাঁস হওয়া ফোন আলাপ থেকে বোঝা যায় তারা তাদের কর্মীদের কিভাবে নাশকতা ও সহিংসতা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন। গত কাল দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করা হচ্ছে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট অভিযোগ করেছি।'

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমরা বিএনপির নেতৃবৃন্দকে আহ্বান জানাই আপনারা সুস্থ স্বাভাবিক রাজনীতিতে ধারায় ফিরে আসুন। আসুন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হই।'

নির্বাচনের আর মাত্র ৩দিন বাকি মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, 'সারা বাংলাদেশে গ্রাম শহর ধনী-গরীব, ছাত্র-যুবক, কৃষক-শ্রমিক, নারী-পুরুষ, নির্বিশেষে সকল নাগরিক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। আগামী ৩০ ডিসেম্বর বাঙালি জাতির ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের নৌকা মার্কার ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে আবার জনগণের সেবা করার সুযোগ প্রদান করবেন।'

এ সময় সংবাদ স‌ম্মেল‌নে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!