• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা তুমি মুক্তির বাণী


মো: গোলাম মোস্তফা (দুঃখু) মার্চ ২৬, ২০১৯, ০৬:৩৫ পিএম
স্বাধীনতা তুমি মুক্তির বাণী

স্বাধীনতা তুমি মুক্তির বাণী,
লাল সবুজের  দেশে।

কোটি প্রাণের আওয়াজ ধ্বনি,
রক্ত মাখা বুকে - স্বাধীন বাংলা বলে।
নিশ্বাস চলে যাবে বাতাসের সাথে,
দুঃখ নেই বাংলার মাটিতে মরে।

স্বাধীনতা ‍তুমি সাক্ষী থেকো,
রক্ত মাখা মানচিত্রের দলিলে।
শিশ্তর চিৎকারে! স্বাধীন নিশ্বাসে,
আমরা বাঙ্গালি দিতে পারি প্রাণ।

নজরুলের কবিতার বাণী,
তারুণ্যের আওয়াজ ধ্বনি।
স্বাধীনতা তুমি বর্জ্য কন্ঠে বাণী বলো,
এবারের সংগ্রাম– আমাদের মুক্তির সংগ্রাম।

ইতিহাস আমি স্বাধীনতার ধ্বনি,
রক্ত দিয়ে এনেছি স্বাধীন ভূ-খন্ড।
তারুণ্য শক্তি , তারুণ্য অহংকার।

স্বাধীন দেশে বিপদগামী তারুণ্য যখন!
পাকিস্তানের সুরে তালে তাল নেয়,
তখন লক্ষ শহীদের রক্ত বলে।

এরা স্বাধীন বাংলার বেঈমান!
বাংলার বুকে কালো ছায়ার পরাজয়,
তারুণ্যের জয়গান- নজরুলের বাণীতে।

রক্ত দিয়ে লেখা।
বঙ্গবন্ধুর লাল সবুজের দেশ,
সোনার  বাংলাদেশ।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!