• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ভুল পরিসংখ্যান দিচ্ছে সরকার


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০১৭, ০৪:২৮ পিএম
উন্নয়নের ভুল পরিসংখ্যান দিচ্ছে সরকার

ঢাকা: অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকার ভুল পরিসংখ্যান দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কথায় মনে হচ্ছে দেশ উচ্চমধ্যম আয়ের হয়ে গেছে। কিন্তু রেমিট্যান্স কমে যাচ্ছে। রপ্তানি আয় কমে যাচ্ছে।

আজ শনিবার (২৭ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে যুবদল আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে তাদেরকে সরাতে হবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, যারা খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জবাব দিতে হবে। বিএনপি ভিশন-২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে-এমন দাবিও করেন তিনি।

যুবদল সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!