• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
এটা কি আমার মায়ের ই পাঠানো আদর

এ কেমন ভালোবাসা!


ফেসবুক থেকে ডেস্ক মার্চ ৮, ২০১৮, ১১:১০ এএম
এ কেমন ভালোবাসা!

ঢাকা: এন্ডোস্কপি করে রুম থেকে বের হয়ে এসেছি। আমার অবস্থা বেশ খারাপ ই হয়ে গিয়েছিলো, আমার বর দরজার বাইরে দাঁড়িয়ে ছিলো, আমার চিৎকার আর গোঙানির আওয়াজ এ ও একটু ঘাবড়ে গিয়েছিলো।

বের হওয়ার সাথে সাথে ও আমাকে ধরে ওয়েটিং রুমের চেয়ারে বসিয়ে দিলো। পাশে বসা এক মহিলা, আমাকে বললো- ‘মা তোমার কি খুব কস্ট হচ্ছে আমার নাতিও গেছে ভেতরে’।

আমি কথা বলতে পারছিলাম না, হ্যা সুচক মাথা নাড়লাম।

মহিলা আপাদমস্তক বোরখায় ঢাকা। আমার দুই হাত ধরে চেপে চেপে দিচ্ছিলো আরেক হাত দিয়ে পিঠে আদর করে দিচ্ছিলো।

চোখের পানি মুছে দিচ্ছিলো ওই অপরিচিতা আর দোয়া পড়ছিলো। আর সাহস দিচ্ছিলো। আমি উঠে চলে আসার সময় তার দিকে তাকালাম
দুটো চোখ দেখা যাচ্ছে শুধু আর সেই চোখের কোনে ভিজে ওঠা পানি।

আমার বুকটা হু হু করে উঠলো, আম্মার মুখটা ভেসে উঠলো। মহিলা তখনো আমার হাত ধরা ‘ঠিক হয়ে যাবা মা’

আমি বাম হাতটা দিয়ে বোরখার উপর দিয়ে তার মুখটা ছুঁয়ে দিলাম

বললাম আসি। একবার ফিরে তাকালাম, দেখলাম আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। এ কেমন ভালোবাসা, চিনি না, জানি না।
তার চোখ দুটো ভুলতে পারছি না।

মায়ের আদর পাই না কতদিন। এটা কি আমার মায়ের ই পাঠানো আদর, উদ্বেগ ছিলো আমার জন্য।

জানি না, ভুলতে পারছি না।

লেখাটি- এনটিভির নিউজ প্রেজেন্টার মহসেনা শাওনের ফেসবুক থেকে নেয়া।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!