• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই বাজেট গণমুখী ও উন্নয়নমূলক


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০১৭, ০৬:১৪ পিএম
এই বাজেট গণমুখী ও উন্নয়নমূলক

ঢাকা: নতুন অর্থবছরের জন্য (২০১৭-২০১৮) প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও উন্নয়নমূলক বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেলে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন। এ বাজেট গণমুখী ও উন্নয়নমূলক দাবি করে মাহবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে একটি যুগোপযোগী উন্নয়নমূলক বাজেট দেওয়া হয়েছে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে তুলতে এই বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলার জন্য শিল্পখাতও অগ্রাধিকার পেয়েছে।

এদিকে, নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৭ শতাংশ ব্যয় বাড়িয়ে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এই বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩ কোটি টাকা, যার এক লাখ ৫৩ হাজার ৩৩৩ কোটি টাকা যাবে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!