• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোনো তত্ত্বাধায়ক সরকার হবে না


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৭, ০৯:৩২ এএম
কোনো তত্ত্বাধায়ক সরকার হবে না

চট্টগ্রাম: কোনো তত্ত্বাবধায়ক-সহায়ক সরকার হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন- শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। তত্তাবধায়ক-সহায়ক নিয়ে আপনারা ঘরে বসে থাকেন। আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়াসহ পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বরে। ডিসেম্বর মাস হলো বাঙালির বিজয়ের মাস। নৌকার বিজয়ের মাস। বঙ্গবন্ধুর বিজয়ের মাস।

বিজয়ের মাসে আমরা বিজয়ী হবই। এখন আমাদের শপথ নিতে হবে। কোন্দল ভেদাভেদ ভুলে নৌকার বিজয়ের জন্য সবাইকে কাজ করতে হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন দলের দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে আরো বক্তব্য দেন প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!