• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বৈঠকে সিনিয়র নেতাদের হুশিয়ারি

খালেদার কিছু হলে দায় সরকারের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৮, ০১:০১ পিএম
খালেদার কিছু হলে দায় সরকারের

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তার কোনো ক্ষতি হলে দায়ভার সরকারকে নিতে হবে বলে হুশিয়ারিও দেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের বৈঠক শেষে মহাসচিব এ হুশিয়ারি দেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসেন দলের সিনিয়র নেতারা। বৈঠকে অনুপস্থিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেয়ারটি খালি রাখা হয়। তবে বৈঠকের শুরুতে তারেক রহমান ফোনে নেতাদের উদ্দেশে বক্তব্য দেন বলে জানিয়েছেন সেখানে উপস্থিত এক নেতা।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতান্ত্রিক অন্দোলন চালিয়ে যেতে বলেছেন।’

তিনি বলেন, ‘বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে এখন ঐক্যবদ্ধ রয়েছে। মিথ্যা মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাদণ্ড দেওয়ায় দেশবাসী সরকারকে ধিক্কার দিচ্ছে।’

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিত্যক্ত, জরাজীর্ণ কারাগারে একাকী রাখা হয়েছে। তাকে ডিভিশন দেওয়া হয়নি।’ অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবি জানান তিনি।

সভায় বিএনপির মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যানদের মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, মীর মো. নাছির, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, হাবীবুর রহমান হাবীব, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আহম্মেদ আজম খান, লুৎফর রহমান খান আজাদ, যুগ্ম মহাসচিবদের মধ্যে খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, এনাম আহম্মেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) ইমরান সালেহ প্রিন্সসহ শতাধিক নেতা।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!