• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার সেকেন্ডেই ১০০ কিলোমিটার পৌঁছে দেবে এই গাড়ি!


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক নভেম্বর ২৫, ২০১৭, ০৭:০৩ পিএম
চার সেকেন্ডেই ১০০ কিলোমিটার পৌঁছে দেবে এই গাড়ি!

ঢাকা: বিশ্বের দ্রুততম স্পোর্টস কার আসছে আগামী সপ্তাহেই। যে গাড়ি বাজারে নিয়ে আসছে চীন। দুই সিটের এই ইলেকট্রিক স্পোর্টস কার ১০০ কিলোমিটার পৌঁছে দেবে ৩.৯ সেকেন্ডে।

ডেট্রয়েট ইলেকট্রিকস নামে ওই গাড়ির প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এশিয়া ও ইউরোপের বাজারে ‌এই গাড়ি বিক্রি হবে। গাড়িটির বডি তৈরি কার্বন ফাইবার দিয়ে। এই গাড়ির ইঞ্জিন ২৮৫ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন। এ ছাড়া ২১০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর রয়েছে SP:01 নামের এই গাড়িতে। এই গাড়ির ব্যাটারি বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন বলে দাবি করেছেন সংস্থার সিইও অ্যালবার্ট ল্যাম। অ্যান্ড্রয়েড অ্যাপভিত্তিক ব্যবস্থা থাকবে এই গাড়িতে।

ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমেই খুঁজে নিতে পারবে আশেপাশে কোথায় রাস্তার ধারে চার্জিং পয়েন্ট রয়েছে। গাড়ি থেকে দূরে থাকলেও অ্যাপের মাধ্যমে দেখে নেওয়া যাবে, গাড়ির অবস্থান আর ব্যাটারিতে চার্জের পরিমাণ। এখনো পর্যন্ত গাড়ির দাম জানানো হয়নি শিগগিরই তা জানানো হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!