• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জন্মদিনে শেখ রাসেলকে স্মরণ বঙ্গবন্ধু একাডেমির


বিশেষ প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ০৯:২০ পিএম
জন্মদিনে শেখ রাসেলকে স্মরণ বঙ্গবন্ধু একাডেমির

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৪ তম জন্মদিন পালন করল বঙ্গবন্ধু একাডেমি। অনুষ্ঠানে গুণিজন সম্মাননা পদকও দেয়া হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য আবদুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য শিরিন নাঈম পুনম।

বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনি ।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকদের গুলিতে মাত্র ১১ বছর বয়সে নির্মমভাবে শহীদ হন শেখ রাসেল। 

সোনালীনিউজ/জেডআরসি/আতা

Wordbridge School
Link copied!