• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে ভর্তি জালিয়াতিতে ২ শিক্ষার্থী আটক


জাবি প্রতিনিধি নভেম্বর ২০, ২০১৭, ০৮:২৭ পিএম
জাবিতে ভর্তি জালিয়াতিতে ২ শিক্ষার্থী আটক

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ নভেম্বর) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মন) শ্রেণিতে ভর্তি হতে আসলে তাদের আটক করে কর্তৃপক্ষ।

আটকরা হলেন, বরিশালের বোয়ালিয়া থানার বাকেরগঞ্জ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নোমানুল হক রিমন। সে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে ‘সি’ ইউনিট ২৪তম স্থান লাভ করে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে ধরা পড়ে। অপরজন নেত্রকোনা জেলার পারলার নকুল চন্দ্র দেবনাথের ছেলে সীমান্ত দেবনাথ। সে বিজনেস স্ট্যাডিজ অনুষদে ‘ই’ ইউনিটে ১১৬তম হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে আটক হয়।

এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, তারা সাক্ষাৎকারে ধরা না পড়লেও সংশ্লিষ্ট বিভাগগুলোর তাদের হাতের লেখা যাচাই করলে উত্তরপত্রের সঙ্গে লেখার অমিল পাওয়া যায়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেছে। জালিয়াতির মামলায় তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

এরআগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাক্ষাৎকারে জালিয়াতির অভিযোগে ১৪ শিক্ষার্থী আটক হয়েছিল।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!