• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্ন আসক্তি গাঁজার নেশার মতোই


নিউজ ডেস্ক জুলাই ১৩, ২০১৮, ০৩:২৭ পিএম
পর্ন আসক্তি গাঁজার নেশার মতোই

ঢাকা: যুবক বা যুবতীর মস্তিষ্কে পর্নোগ্রাফি গাঁজার নেশার মতোই প্রভাব ফেলে বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস’র চিকিৎসকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষক দলের একজন জানিয়েছেন, গত মার্চে তাদের কাছে ২৩ বছরের এক যুবককে এসেছিলেন, যিনি গত ৩ বছর ধরে দিনে ৬ থেকে ১৫ ঘণ্টা পর্নোগ্রাফি দেখেন। চিকিৎসা শুরু করার পর সেই যুবক জানান, তার এক সময় গাঁজার নেশা ছিল। সেই নেশা থেকে মুক্তি পেতেই তিনি পর্নোগ্রাফি দেখা শুরু করেন। বস্তুত, পর্নোগ্রাফি দেখার সময় তাকে গাঁজার নেশা চেপে ধরত না।

কাউন্সিলিংয়ে জানা যায়, সেই যুবককে ছেলেবেলায় যৌননিগ্রহ করেছিল তার এক দাদা। পরিবার চূড়ান্ত আর্থিক সমস্যায় জর্জরিত। সব মিলিয়ে ছেলেবেলার একাকিত্ব থেকে নেশা আঁকড়ে ধরে বেঁচে থাকা প্রবণতা তাকে পেয়ে বসে। যার নির্যাস, একাদশ শ্রেণিতে পড়াকালীনই তিনি সিগারেট খাওয়া শুরু করেন। কলেজে উঠেই গাঁজায় আসক্ত হন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!