• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
হকিংয়ের ভবিষ্যৎবাণী

পৃথিবীতে মানুষ বাস করতে পারবে আর ১০০ বছর


আন্তর্জাতিক ডেস্ক মে ৫, ২০১৭, ০২:০৬ পিএম
পৃথিবীতে মানুষ বাস করতে পারবে আর ১০০ বছর

ঢাকা : হাতে আর খুব বেশি সময় নেই, প্রাণে বাঁচতে হলে ছাড়তে হবে এই পৃথিবী। বড়জোড় আর একশ বছর বাসযোগ্য থাকবে ধরণী। যে হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাতে গোটা পৃথিবীটাই হয়ে যাবে একটা মরুভূমি। এমনটাই আবাস দিয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং। বিবিসি নির্মিত প্রামাণ্য চিত্র ‘এক্সপেডিশান নিউ আর্থ’-এ হকিং তা ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন। 

এই গুণী বিজ্ঞানী বলেন, খুব দ্রুত পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আগামী দিনে আরও দ্রুত হারে এটা হবে। ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে উষ্ণায়ন। বেড়ে যাবে সমুদ্রের পানির স্তর। একের পর এক আছড়ে পড়তে শুরু করবে বিশাল বিশাল গ্রহাণু। শুরু হয়ে যাবে নানা রকমের মহামারী। অসম্ভব রকম বেড়ে যাবে জনসংখ্যার চাপ। তাই একশ বছরের মধ্যে অন্য কোনো গ্রহে বসবাসের নতুন ঠিকানা খুঁজে নিতে না পারলে আধুনিক মানুষের প্রজাতি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে।

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!