• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজিদ-সাদমানের জোড়া সেঞ্চুরিতে রানপাহাড়ে মধ্যাঞ্চল


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৮, ০৯:০৮ পিএম
মজিদ-সাদমানের জোড়া সেঞ্চুরিতে রানপাহাড়ে মধ্যাঞ্চল

ঢাকা: রাজশাহীতে প্রথম দিনেই রানপাহাড়ে উঠেছে মধ্যাঞ্চল। সৌজন্যে ওপেনার সাদমান ইসলাম ও আব্দুল মজিদ। এই দু’জনের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৪০৪ রান তুলেছে মধ্যাঞ্চল।

মঙ্গলবার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন অধিনায়ক মোশাররফ হোসেন। তাঁর এই সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছেন সাদমান ও মজিদ। যদিও ২৯ রানেই হারাতে হয় ওপেনার সাইফ হাসানকে (২১)। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে সাদমান আর মার্শাল আইয়ুব যোগ করেন ৭৭ রান। ১০৬ রানে সোহাগ গাজীর বলে বিদায় নেন মার্শাল (১৪)। এরপর সাদমানের সঙ্গে মেহেরাব হোসেন জুনিয়রের জুটিটাও বড় হয়নি। ১৭৮ রানে মেহেরাবকে (২৫) ফিরিয়েছেন সেই সোহাগই।

তবে সাদমানের সঙ্গে লম্বা জুটি হয়েছে মজিদের। চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেছেন ২০৪ রান। সাদমান আউট হয়েছেন ৩৮২ রানে ব্যক্তিগত ১১২ রানের ইনিংস খেলে। ১১টি চার আর তিনটি ছক্কার সাহায্যে তিনি এই ইনিংসটি খেলেন। মজিদ রিটায়ার্ড হার্ট হওয়ার আগে খেলেছেন ১৫৯ রানের ইনিংস। ১৮টি চারের বিপরীতে ছক্কা মেরেছেন ছয়টি। ১৪০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সোহাগ। ১টি উইকেট নিয়েছেন আবু জায়েদ।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!