• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০১৬, ১০:০০ পিএম
মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ মধ্যরাত থেকে ওই সব এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার পঞ্চম ধাপে ৭২৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, আজ ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত একটি নির্দেশনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌ-মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনী এলাকায় ২৫ মে মধ্যরাত ১২টা থেকে ২৯ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও নির্বাচন কমিশনের সিল দেওয়া স্টিকার লাগানো গাড়ি বা মোটরসাইকেল চলাচল করতে পারবে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শকরাও মোটরযান ব্যবহার করতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!