• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাস্তার ধারে যৌনকর্মী, থানায় চিঠি স্কুলের


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ১০:১২ এএম
রাস্তার ধারে যৌনকর্মী, থানায় চিঠি স্কুলের

ঢাকা: রাস্তায় বের হলেই হিজরা ও যৌনকর্মীদের উৎপাত। বিপাকে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষকরা ছাত্রদের প্রশ্নের জবাব দিতে পরে না। তাহলে কি শিখতে ছাত্র ছাত্রীরা। তাই বাধ্য হয়ে থানায় চিঠি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার শোভাবাজারের সোনাগাছি এলাকায়। কলকাতা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হিন্দিভাষী উমা বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় চিঠি দেন। 

অভিযোগ করে তারা জানান, এস সি অ্যালেন মার্কেট-লাগোয়া ওই স্কুলের যাতায়াতের পথে অধিকাংশ সময়েই দাঁড়িয়ে থাকেন যৌনকর্মীরা। স্কুলের প্রাথমিক বিভাগের শিক্ষক সঞ্জয়কুমার দেব বলেন, ‘স্কুলের পাশেই একটি বাড়িতে থাকেন যৌনকর্মীরা। বাইরে থেকে আসা মহিলারা অনেক সময় স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকেন। বারণ করলেও কাজ হয় না।’ আরেক শিক্ষক দীপক রায় বলছেন, ‘স্কুলে পৌঁছতে ওই রাস্তা দিয়েই যেতে হয়। অস্বস্তি হয়।’ অসন্তোষ রয়েছে অভিভাবকদের মধ্যেও। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘ছেলেকে স্কুলে দিতে যাই। একবার ও জিজ্ঞাসা করেছিল, বাবা, ওরা কী চায়!’

সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে কাজ করা ‘দুর্বার মহিলা সমন্বয় সমিতি’র সেক্রেটারি কাজল বসুর কাছে জানাতে চাইলে তিনি বলেন, দালাল-রাজের কারণেই যৌনকর্মীরা পেটের তাগিদে রাস্তায় দাঁড়াতে বাধ্য হচ্ছেন। তাঁর কথায়, ‘ওদের বড় রাস্তার দিকে যেতে বারণ করেছি। এ নিয়ে কয়েকবার মিটিং-ও হয়েছে। যারা স্কুলের সামনে দাঁড়াচ্ছে, তারা হয়তো স্কুলের কথা না-জেনেই দাঁড়াচ্ছে।’ 

এ নিয়ে ডিসি (নর্থ) শুভঙ্কর সিংহ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্কুলের অভিযোগের ঘটনা জানা নেই, খোঁজ নিয়ে দেখব।’

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!