• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক জুন ১৩, ২০১৬, ১০:১৫ পিএম
লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট

বিশ্বের সবচেয়ে বড় সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস ‘লিংকডইন’কে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২৬.২ বিলিয়ন মার্কিন ডলারে মাইক্রোসফটের কাছে লিঙ্কডইন বিক্রির তথ্য সোমবার (১৩ জুন) প্রকাশ করেছে সাইটটি সহ-প্রতিষ্ঠাতা।

তবে সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস সাইট লিংকডইন বিক্রি হলেও এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন জেফ ওয়েইনার। তিনি আগেও এই সার্ভিসের সিইও ছিলেন।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা লিংকডইনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

নাদেলার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বড় ধরনের চুক্তি করলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!